দুই শতাধিক ট্রান্সজেন্ডারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।
বৃহস্পতিবার ঢাকা-মিরপুরের ১০ নম্বর জুটপট্টি ও মণিপুরে শানু ও সোনালী দলের ট্রান্সজেন্ডার সদস্যদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেয়া হয়।
সংগঠনটির চেয়ারম্যান মো. রইজুর রহমান ও নির্বাহী পরিচালক মো. শাহিন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ট্রান্সজেন্ডাররা নিজেদের বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেন।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে। অনেক দরিদ্র, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ছে। সেখানে ট্রান্সজেন্ডারদের বেঁচে থাকার বিষয়টি আরও প্রতিকূল হয়ে উঠছে। তাদের জন্যই মূলত এ উদ্যোগ।’
সংগঠনটির চেয়ারম্যান মো. রইজুর রহমান বলেন, ‘তারাও সমাজ তথা রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চান না। দরকার সবার সুদৃষ্টি, সহযোগিতা, স্থায়ী কর্মসংস্থান। এসব বিবেচনায় পাথওয়ে তাদের জন্য উদ্যোগী হয়েছে।’
পাথওয়ে এর আগে ২০২০ সালে ট্রান্সজেন্ডারদের জন্য 'ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ' কর্মসূচি শুরু করে।