ময়মনসিংহের হালুয়াঘাটে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী ও শ্বশুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ড. রাশেদ হোসেন বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত সোমবার উপজেলার খরমা গ্রামে ১৯ বছরের গৃহবধূ লিয়া আক্তারকে হত্যা করা হয়। নিহতের স্বামীর নাম জীবন মিয়া ও শ্বশুর আবুল হোসেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক প্রসূন কান্তি দাস।
মামলার বরাত দিয়ে তিনি জানান, এক বছর আগে নিশ্চিন্তপুর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লিয়া আক্তারের সঙ্গে পাশের খরমা গ্রামের জীবন মিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন জীবন। এ নিয়ে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। প্রায়ই লিয়াকে মারধর করতেন জীবন।
গত মঙ্গলবার সকালে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে লিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান জীবন ও তার বাবা। পরে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জীবন ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত লিয়ার পরিবার।
আদালত পরিদর্শক প্রসূন কান্তি বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে হালুয়াঘাট থানা পুলিশ। পরদিন বুধবার সন্ধ্যায় তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’