ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অফ নিউজ শাকিল আহমেদ।
ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সোমবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাকিল। শুনানি শেষে বিচারক তাকে জামিনের আদেশ দেন।
এর আগে গত বছরের ৮ নভেম্বর আসামি শাকিল হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়। এরপর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
নির্দেশ অনুযায়ী ৬ ডিসেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাকিল। শুনানি শেষে আদালত মামলার নথি ম্যাজিস্ট্রেট আদালতে থাকায় তা তলবের আদেশ এবং ১৭ জানুয়ারি জামিন আবেদনের ওপর শুনানির তারিখ ঠিক করে।
শাকিল আহমেদের পক্ষে আজ ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিব উল্যাহ হিরু জামিন শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন জামিনের বিরোধিতা করেন। মামলার বাদীও এজলাসে উপস্থিত হয়ে জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাকিল আহমেদের জামিনের আদেশ দেয়।
শুনানিকালে শাকিল আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিউজবাংলাকে এসব বিষয় নিশ্চিত করেন।
গত ৪ নভেম্বর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ পাঠক ও চিকিৎসক এক নারী বাদী হয়ে গুলশান থানায় শাকিল আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন।