নির্বাচনি সহিংসতার মামলায় কুমিল্লার মেঘনার মানিকারচর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন রিমা রোববার এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পরিদর্শক (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিনে মানিকারচর ইউনিয়নের আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জজ মিয়া নামে এক সৌদি প্রবাসী আহত হন।
এ ঘটনায় তার ভাই আবু সায়েদ কুমিল্লার আমলি আদালতে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৯ জনের নামে হত্যাচেষ্টার মামলা করেন। আদালত মামলাটি মেঘনা থানার ওসিকে রেকর্ডভুক্ত করতে বলে।
মেঘনা থানায় ৩ ডিসেম্বর মামলাটি রেকর্ড হয়। এ মামলায় ৬ ডিসেম্বর আসামিরা জামিন চাইলে উচ্চ আদালত তাদের দুই সপ্তাহের আগাম জামিন দেয়। সেই সঙ্গে নিম্ন আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশ দেয়।
রোববার নিম্ন আদালতে পাঁচ আসামি হাজির হন। এ সময় জাকির হোসেনসহ চারজনের জামিন না দিয়ে আদালত তাদের কারাগারে পাঠায়।