বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামীকে মারধরের অভিযোগে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দুপুরে নগরীর সাগরদির ইসলামপাড়া এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাব-৮-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জামিল হাসান জানান, ১১ জানুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামীকে বাজে মন্তব্য করেন স্থানীয় যুবক জাহিদ হোসেন জয়। এর প্রতিবাদ করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইদুল আলম লিটন ওই ছাত্রী ও তার স্বামীকে মারধর করেন।
এ ঘটনায় পরে মামলা হলে আসামি লিটন পলাতক ছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
র্যাব-৮-এর অধিনায়ক বলেন, ‘লিটন ও তার ভাতিজা জয় এলাকায় নানা অপকর্ম করে আসছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে তারা আতঙ্ক। তাদের হাতে এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী হেনস্তা হয়েছেন।’