বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তাজমেরী এস ইসলামকে কারাগারে পাঠানোর ঘটনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
সরকারের কাছে তাজমেরী ইসলামের মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। বলছে, তা না হলে জোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
শুক্রবার দুপুরে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন শিক্ষককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারাগারে পাঠানোকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি।’
রাজনৈতিক ভিন্নমত দমন এবং বিএনপিকে ধ্বংস করে রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে সরকার ঘৃণ্য পন্থা নিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তার মানবাধিকার পরিপন্থি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের এ আচরণে শিক্ষক সমাজ ক্ষুব্ধ ও মর্মাহত।
দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে অধ্যাপক তাজমেরীকে মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।
তা না হলে তাকে মুক্ত করতে জোর আন্দোলন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
তাজমেরী ইসলামকে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। এ সময় তার জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।