ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার সন্ধ্যায় আয়োজন করা কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে কাওয়ালি মিছিল করেছেন বামপন্থি শিক্ষার্থীদের একটি অংশ। মিছিলে ছাত্র অধিকার পরিষদের কয়েকজন কর্মী উপস্থিত থেকে কাওয়ালি গান পরিবেশন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি মোড় হয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানেও তারা কাওয়ালি গান পরিবেশন করে।
ছাত্র ইউনিয়ন কর্মী ফাহিম শিহাব রেওয়াজ বলেন, ‘ছাত্রলীগ নিজেদের একাত্তরের চেতনার একমাত্র ধারক-বাহক মনে করে। অথচ পাকিস্তানি শাসকদের কায়দায় আওয়ামী সরকার আমাদের শোষণ করছে। তারই অংশ হিসেবে এই ক্যাম্পাসে ছাত্রলীগ আমাদের আয়োজনে হামলা চালিয়েছে।
‘সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা ছাত্রলীগের সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। ছাত্রশিবির ও ছাত্রদলকে যেভাবে প্রতিহত করি, একই কায়দায় ছাত্রলীগকেও প্রতিহত করা হবে।’