নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৪ জানুয়ারি থেকে পাঁচদিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিটি নির্বাচনের জন্য ১৪ জানুয়ারি সকাল ৮ থেকে ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত পাঁচদিন বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যাদের ব্যক্তিগত বৈধ অস্ত্র রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমার নির্দেশ দেয়া হয়েছে।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই পাঁচদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সব লাইসেন্সধারী অস্ত্র মালিকদের অস্ত্রসহ চলাফেরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও অস্ত্র প্রদর্শনের নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।