বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন ১৫ জানুয়ারি থেকে

  •    
  • ১১ জানুয়ারি, ২০২২ ১৭:৪৯

রেলওয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আন্তনগর ট্রেন সময় বিদ্যমান জনসংখ্যার অর্ধেক কিছু টিকিট ইস্যু করা হবে। হ্রাসকৃত যাত্রীর টিকিট অর্ধেক কাউন্টারের মাধ্যমে এবং বাকি অর্ধেক মোবাইলে বা অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবিলায় আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।

করোনা মোকাবিলায় ট্রেন, বাস ও লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলে সরকার থেকে যে নির্দেশনার কথা বলা হয়েছে তা মেনে চলার কিছু নির্দেশনা দিয়েছে রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আন্তনগর ট্রেন সময় বিদ্যমান জনসংখ্যার অর্ধেক কিছু টিকিট ইস্যু করা হবে। হ্রাসকৃত যাত্রীর টিকিট অর্ধেক কাউন্টারের মাধ্যমে এবং বাকি অর্ধেক মোবাইলে বা অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।

আন্তনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্মের টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

করোনাভাইরাসের নতুন ঢেউ মোকাবিলায় ১১টি বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এসব বিধিনিষেধ।

১১ বিধিনিষেধ

# দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে।

# অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে কোনো ব্যত্য়য় রোধ করতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

# হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য করোনার টিকার সনদ প্রদর্শন করতে হবে।

# ১২ বছরের বেশি সকল শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

# স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরসমূহে স্ক্রিনিং-এর সংখ্যা বাড়াতে হবে। পোর্টে থাকা ক্রুদের জাহাজের বাইরে আসা চলবে না। স্থলবন্দরগুলোতেও আসা ট্রাকের সঙ্গে কেবল চালক থাকবে। কোনো সহকারীকে পোর্টের বাইরে আসতে দেয়া হবে না। বিদেশগামীদের সঙ্গে বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

# ট্রেন, বাস এবং লঞ্চ সক্ষমতার অর্ধেকসংখ্যক যাত্রী নিয়ে চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। চালক ও সহকারীদের করোনা প্রতিরোধী টিকা নিতে হবে।

# বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড টিকা সনদ থাকতে হবে। দেশে এসেই তাদের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করতে হবে।

# স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে মসজিদে জুমার নামাজের খুতবায় সচেতন করবেন ইমামরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করবেন।

# করোনার টিকা ও বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা দেবে।

# পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ থাকবে।

# কোনো এলাকায় বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।

এ বিভাগের আরো খবর