রংপুরের পীরগাছায় সাত বছরের শিশুকে অপহরণ করে হত্যার দায়ে দুজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন রাসেল হোসেন ও সালাহ উদ্দিন। দুজনেরই বাড়ি রংপুরের পীরগাছায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর পীরগাছা উপজেলার পরান তাম্বুলপুর গ্রামের সাত বছরের রিয়া মনিকে অপহরণ করেন রাসেল ও সালাহ। তারা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। রিয়ার পরিবার টাকা দিতে না পারায় তারা শিশুটিকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেন।
আইনজীবী তুহিন জানান, ৩১ ডিসেম্বর রিয়ার বাবা আব্দুর রহিম পীরগাছা থানায় অপহরণের অভিযোগে সাধারণ ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে রাসেলকে এবং তার দেয়া তথ্য অনুযায়ী সালাহ উদ্দিনকে আটক করে।
তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার ২৫ দিন পর রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর রিয়ার বাবা সাতজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ২০১৪ সালের ২২ জুন পুলিশ অভিযোগপত্র জমা দেয়।
তুহিন বলেন, ‘বিচারক ১৪ জনের সাক্ষ্য নেয়া শেষে দুজনকে আমৃত্যু কারাদণ্ড ও ৪ লাখ টাকা করে জরিমানা করেছে। বাকি পাঁচ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় রাসেল উপস্থিত ছিলেন। সালাহ জামিন নিয়ে পলাতক।’
রিয়ার বাবা নিউজবাংলাকে বলেন, ‘মেয়েকে তো পাব না। আসামিরা যেন হাইকোর্ট থেকে জামিন না পায় আমি সরকারের কাছে সে ব্যবস্থা চাই। ওরা জামিন না পাইলেই আমি খুশি।’