মানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক যুবককে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এলিনা আক্তার রোববার বেলা আড়াইটার দিকে এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আনিসুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৩০ ডিসেম্বর মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম বাজার থেকে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় ইমরান হোসেন ও সাইফুল হোসেন তাকে অপহরণ করেন। এরপর ২ জানুয়ারি ওই ছাত্রীর বাবা সদর থানায় অপহরণ মামলা করেন।
ওই দিন বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারের পর সে ধর্ষণের কথা জানায়।
পুলিশ জানায়, মানিকগঞ্জের সাটুরিয়া থেকে শনিবার রাতে সাইফুলকে গ্রেপ্তার করে র্যাব। এরপর রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব তাকে থানায় হস্তান্তর করে।
আনিসুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘রোববার দুপুরে সাইফুলকে আদালতে তুলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাকে এক দিনের রিমান্ডে দেন। রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’