বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকার বাইরেও পিসিআর টেস্ট, চাপ কমছে শাহজালালে

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ১৬:২৭

সম্প্রতি শাহ আমানতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। বেবিচক আশা করছে, এতে করে একটি বড় অংশের যাত্রীকেই আর ঢাকামুখী হতে হবে না।

দিনে ৮ ঘণ্টা রানওয়ে বন্ধ থাকা ও পিসিআর টেস্টের জন্য দীর্ঘ সময় লাগায় ব্যাপক ভোগান্তিতে পড়ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিদেশগামীরা। যাত্রীদের এ ভোগান্তি কমাতে দেশের প্রধান বিমানবন্দরের ওপর চাপ কমাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কোভিড পরিস্থিতির কারণে এত দিন বিদেশ যাওয়া-আসার ক্ষেত্রে যাত্রীদের নির্ভর করতে হতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

সম্প্রতি শাহ আমানতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। বেবিচক আশা করছে, এতে করে একটি বড় অংশের যাত্রীকেই আর ঢাকামুখী হতে হবে না।

১০ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। ১০ জুন পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশের সব চেয়ে ব্যস্ত এই বিমানবন্দরের রানওয়ে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্যই এ সিদ্ধান্ত। ফলে দেশের এই প্রবেশদ্বারে ২৪ ঘণ্টায় ফ্লাইট ওঠানামা করতে পারছে ১৬ ঘণ্টা।

অন্যদিকে কোভিড নিয়ন্ত্রণে আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশের যে শ্রমবাজার রয়েছে, সেগুলোতেও প্রবাসী কর্মীরা যাওয়া শুরু করেছেন। ফলে এমনিতেই বাড়তি চাপ পড়ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোয়।

আগে যেখানে যাত্রীদের শুধু ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হতো, কোভিড সতর্কতার কারণে এখন সেখানে হেলথ ডেস্ক থেকেও নিতে হচ্ছে ছাড়পত্র। এই ছাড়পত্র নিতেও লাইনে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। ফলে স্বাভাবিকের চেয়ে একজন ব্যক্তিকে বিমানবন্দরে থাকতে হচ্ছে বাড়তি সময়।

সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে যেতে হলে ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে করতে হচ্ছে পিসিআর টেস্ট। ফলে একজন যাত্রীকে ফ্লাইটে ওঠার অন্তত ৮ ঘণ্টা আগে আসতে হচ্ছে বিমানবন্দরে। পিসিআর টেস্ট করার পর তিনিও অবস্থান করছেন বিমানবন্দর এলাকায়। এতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে বিমানবন্দরের ওপর।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান নিউজবাংলাকে বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট ল্যাব চালু হওয়ায় মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলোকে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করতে বলা হয়েছে। এখান থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী যাওয়া-আসা করতে পারবেন। তাদের আর ঢাকামুখী হতে হবে না। এতে শাহজালালের ওপর চাপও কমবে, যাত্রীদের ভোগান্তিও অনেকটাই কমে আসবে।

তিনি আরও জানান, এত দিন শাহ আমানত বিমানবন্দরে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছিল। তারা দু-তিনটি প্রতিষ্ঠানকে পিসিআর ল্যাব স্থাপনের দায়িত্ব দিয়েছে। তবে যারা আগে টিকিট কেটেছেন, তাদের ঢাকা থেকেই যাওয়া-আসা করতে হবে। নতুন করে যারা টিকিট করবেন, তারা এ সুবিধা নিতে পারবেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘শাহজালালের সমস্যা এখন অনেকটাই আমরা কাটিয়ে উঠছি। এখনই হয়তো পুরোপুরি কেটে যাবে না। কিছুটা সময় লাগবে, তবে চট্টগ্রামে সবাই ফ্লাইট শুরু করলে অনেকটাই ভোগান্তি কমে আসবে।’

বেবিচক জানায়, এরই মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ার, ফ্লাই দুবাই শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট শুরু করেছে। শিগগিরই ফ্লাইট শুরু করবে বেসরকারি ইউএস বাংলা এয়ারও।

দেশের আরেক আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে। বিমানের ফ্লাইট মূলত যুক্তরাজ্যের লন্ডনে যাওয়া-আসা করে।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘আমরা সিলেটেও পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। এখানেও যদি পিসিআর টেস্ট ল্যাব বসানো যায়, তাহলে সেটিও যাত্রীদের জন্য ভালো হবে। যদিও সিলেট থেকে সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোয় যাত্রী কম। তার পরও একটি সুবিধা থাকলে ভালো হয়।’

এ বিভাগের আরো খবর