ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে জেলা বিএনপি ও ছাত্রলীগ সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি হয়েছে পৌর এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। এ সময় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। চারজনের বেশি একসাথে চলাফেরা করা যাবে না।
বিএনপির দাবি, শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ৫ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক শনিবার সমাবেশের মৌখিক অনুমতি দেন। এরপর জানা যায়, জেলা ছাত্রলীগ শনিবার ওই কনভেনশন সেন্টারে সমাবেশ করবে।
জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘সমাবেশের জন্য পৌর শহরের তিনটি স্থান উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছিলাম। প্রশাসন ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়। পরে শুনি ছাত্রলীগ একই জায়গায় একই দিনে সমাবেশ করবে।’
তিনি আরও বলেন, ‘এই ইস্যুতে জেলা বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও পৌর বিএনপির মিজানুর রহমান।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমরা আগে থেকে ওই স্থানে সমাবেশের অনুমতি নিয়ে রেখেছিলাম। কিন্তু বিএনপি তা পণ্ড করতে চাইছে।’
একই স্থানে একই সময়ে দুটি রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের মোবাইল ফোনে একাধিক কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘প্রশাসক কাউকেই সমাবেশ করার অনুমতি দেননি। নিরাপত্তার খাতিরে চারজনকে হেফাজতে রাখা হয়েছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে।’