ফেনীর দাগনভূঞায় এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় তিন শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক কামরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তাররা হলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম ও কিতাব বিভাগের শিক্ষক আফতাব উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার বিকালে তিন শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। বলাৎকারের ঘটনায় ওই ছাত্রের মা দাগনভূঞা থানায় মাদ্রাসার প্রধানসহ চার শিক্ষককে আসামি করে সকালে মামলা করেন।
রাজাপুর ইউনিয়নের সমাসপুর আনোয়ারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে জানা যায়, ওই ছাত্র সমাসপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিলেন। গত ৩০ ডিসেম্বর বিকেলে অন্যরা নামাজ পড়তে গেলে হেফজ বিভাগের সহকারী শিক্ষক মো. কাউছার ওই ছাত্রকে তার রুমে ডাকেন। শিক্ষকের রুমে গেলে ওই ছাত্রকে বলাৎকার করা হয়।
পরে ওই ছাত্র এ ঘটনা তার পরিবারকে জানালে তারা মাদ্রাসার প্রধানকে বিষয়টি অবহিত করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার সকালে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ছাত্রের মা মামলা করেন।
মামলার প্রধান আসামি মো. কাউছার ছাড়া অন্য তিন আসামিকে বিকেলে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব বলেন, ‘মামলার প্রধান আসামিকে পালাতে সহযোগিতা করায় অন্য তিনজনকে মামলার আসামি করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’