বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটের মাঠে যুবক নিহতের ঘটনায় মামলা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জানুয়ারি, ২০২২ ১৩:৫৭

গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘জাকির হত্যার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনি সহিংসতায় জাকির হোসেন নামে এক যুবক নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় ভোটে পরাজিত ইউপি সদস্য ফেরদৌস হাসান মিঠুসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

নিহত জাকিরের স্ত্রী শাপলা খাতুন বৃহস্পতিবার রাতে গাবতলী থানায় এ মামলা করেন।

শুক্রবার সকালে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘জাকির হত্যার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

জানা যায়, গত ৫ জানুয়ারি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন জাকির।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়।

৩৫ বছরের জাকির হোসেনের বাড়ি রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন। পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সদস্য হিসেবে কাজ করতেন।

এ ছাড়া শখের বশে বিভিন্ন ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করতেন। তার চ্যানেলের নাম ছিল ‘জাকিরটিভি’।

স্থানীয়রা জানায়, জাকির নিজের ইউটিউব চ্যানেলে উপজেলার বিভিন্ন ঘটনা ও সমস্যা তুলে ধরতেন। সম্প্রতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য প্রার্থী শাহিদুল ইসলামের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক লাইভ করেন। এ নিয়ে শাহিদুলের প্রতিপক্ষ ফেরদৌস হাসান মিঠু জাকিরের ওপর ক্ষিপ্ত ছিলেন।

এ বিভাগের আরো খবর