চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি চলাকালে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ ৭৫ নেতাকর্মীর নামে দেয়া হয়েছে পুলিশের ওপর হামলার মামলা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দেয়া ও যান চলাচলে বাধা দেয়ার অভিযোগে বুধবার গভীর রাতে মামলা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েক শ জনকে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আটক বিএনপির ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র হত্যা দিবস পালনে আমরা মানববন্ধনের আয়োজন করি। পুলিশ আমাদের মানববন্ধন শুরু করতে না করতে ব্যানার কেড়ে নেয়। পুলিশের লাঠিচার্জে ১৫-২০ নেতাকর্মী আহত হয়।’
মানববন্ধনে উপস্থিত মহানগর বিএনপির এক নেতা নিউজবাংলাকে বলেন, ‘আমরা আগে থেকে অনুমতি নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলাম। পুলিশ বিনা উসকানিতে আমাদের মারধর করে নেতাকর্মীদের আটক করেছে।’
অনুমতির বিষয়ে ওসি নেজাম বলেন, ‘তারা ১০০ জন নিয়ে সভা করার অনুমতি নিয়েছিল, কিন্তু সমাবেশে লোক হয়েছে আরও অনেক বেশি। তাদের কর্মসূচির কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।’
‘রাস্তা থেকে সরে ফুটপাতে যেতে বললে মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশের চার সদস্য আহত হন। পুলিশ প্রতিহত করার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৪৯ নেতাকর্মীকে আটক করে।’