বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদপুরে বিদ্রোহী ১২, নৌকা ১০, স্বতন্ত্র ৭

  •    
  • ৬ জানুয়ারি, ২০২২ ১১:৫৬

চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচরের ২৯টি ইউনিয়নের সবচেয়ে বেশি ​১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন।

৯টি ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক, ৭টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। আর ১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কচুয়ার ১২টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা এবং ৭টিতে নৌকার বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন।

এ উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নে ঘোড়া প্রতীকের মনির হোসেন, পাথৈর ইউনিয়নে আনারস প্রতীকের আলী আক্কাস মোল্লা, বিতারা ইউনিয়নে ঘোড়া প্রতীকের ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউনিয়নে ঘোড়া প্রতীকের হাবিব মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে নৌকার আলমগীর হোসেন, উত্তর কচুয়া ইউনিয়নে নৌকার এম এ আখতার হোসাইন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ​সদর দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীকের আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউনিয়নে আনারসের নুরে-ই-আলম রিহাত, কড়ইয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে নৌকার কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়নে নৌকার আমির হোসেন, আশরাফপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের রেজাউল মাওলা হেলাল নির্বাচিত হয়েছেন।

ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়নে সবচেয়ে কম ৩টিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। আর বিএনপি সমর্থিত স্বতন্ত্র ৬ জন ও নৌকার বিদ্রোহী ৪ জন নির্বাচিত হয়েছেন।

এই উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীকের মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন, ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়নে আনারস প্রতীকের মো. হারুন-অর-রশীদ, ৩ নম্বর পূর্ব সুবিদপুর ইউনিয়নে চশমা প্রতীকের মো. বেলায়েত হোসেন, ৪ নম্বর সুবিদপুর ইউনিয়নে আনারস প্রতীকের মো. মহসীন হোসেন, ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নে চশমা প্রতীকের মো. শাহজাহান পাটোয়ারী, ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীকের মো. বুলবুল আহমেদ, ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের আবু তাহের জয় পেয়েছেন।

আরও যারা নির্বাচিত হয়েছেন ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চশমা প্রতীকের শেখ মো. শাহ আলম, ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে নৌকার মো. আলাউদ্দিন ভূঁইয়া, ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে নৌকার মাহমুদুল হাসান মিরাজ, ১২ নম্বর চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীকের শাহজাহান মাস্টার, ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের কাউছার-উল-আলম কামরুল, ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে নৌকার মো. শরীফ হোসেন খা, হাইমচরের ৪টির মধ্যে ২টিতে নৌকা, ১টিতে নৌকার বিদ্রোহী এবং ১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উপজেলার ২ নম্বর আলগী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আতিকুর রহমান পাটোয়ারী, ৩ নম্বর আলগী দক্ষিণ ইউনিয়নে সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আনারস প্রতীকে সরদার আব্দুল জলিল, ৪ নম্বর নীলকমল ইউনিয়নে আনারস প্রতীকের সাবেক যুবলীগ সদস্য স্বতন্ত্র প্রার্থী সউদ আল নাছের, ৫ নম্বর হাইমচর ইউনিয়নে নৌকা প্রতীকে জুলফিকার আলী জুলহাস সরকার নির্বাচিত হয়েছেন।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার ভোটের সহিংসতায় হাইমচরে একজন নিহত হয়েছেন।

পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ জানান, হাইমচরের নীলকমল ইউনিয়নে একটি কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে নিহত অজ্ঞাতপরিচয় যুবক বহিরাগত বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর