ঢাকার সাভারে পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ১১ ইউনিয়নের মধ্যে ৮টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। দুটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থী না থাকায় একটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হন নৌকার প্রার্থী।
ভোটগ্রহণ শেষে বুধবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব নিশ্চিত করা হয়।
সাভার উপজেলা নির্বাচন কমিশনের তথ্যে, নৌকা প্রতীকে পাথালিয়া ইউনিয়ন পারভেজ দেওয়ান, বনগাঁও ইউনিয়নে সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নে সৈয়দ আহমেদ ভূঁইয়া, সাভার সদর ইউনিয়নে সোহেল রানা, আমিন বাজার ইউনিয়নে রকিব আহমেদ, আশুলিয়া ইউনিয়নে শাহাবুদ্দিন মাদবর, ভাকুর্তা ইউনিয়নে লিয়াকত হোসেন এবং শিমুলিয়া ইউনিয়নে এবিএম আজাহারুল ইসলাম সুরুজ জয় পেয়েছেন।
এ ছাড়া বিরুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেলিম মন্ডল ও কাউন্দিয়া ইউনিয়নে আরেক স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বিজয়ী হয়েছেন।
তেঁতুলঝোড়া ইউনিয়নের নৌকার প্রার্থী ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হন।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরউদ্দিন শিকদার এসব নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার উপজেলা পরিষদ থেকে বিজয়ী চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যের চূড়ান্ত ফল ঘোষণা হবে।’