বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন করে নির্বাচনের তফসিল না দেয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ১৫:০৩

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ‘দেশে সংক্রমণ বাড়ছে, মানে নতুন ভ্যারিয়েন্ট আছে। তবে কোন ধরন ছড়াচ্ছে, সেটার পেছনে না ছুটে এখনই সবাইকে সতর্ক হওয়া উচিত। সংক্রমণ যেন আবারও দ্রুত না ছড়ায় এবং সেটি মহামারি আকার ধারণ না করতে পারে, সে জন্য নির্বাচন কমিশনকে নতুন তফসিল না দেয়ার অনুরোধ জানাই।’

দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বেশ সতর্ক সরকারও। তাই সংক্রমণ রোধে নতুন করে আর কোনো নির্বাচনের তফসিল না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, ‘দেশে সংক্রমণ বাড়ছে, মানে নতুন ভ্যারিয়েন্ট আছে। তবে কোন ধরন ছড়াচ্ছে, সেটার পেছনে না ছুটে, এখনই সবাইকে সতর্ক হওয়া উচিত।

‘সংক্রমণ যেন আবারও দ্রুত না ছড়ায় এবং সেটি মহামারি আকার ধারণ না করতে পারে, সে জন্য নির্বাচন কমিশনকে নতুন তফসিল না দেয়ার অনুরোধ জানাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত হবে পরিস্থিতি বুঝে আর কোনো তফসিল ঘোষণা না করা। যেখানে নির্বাচন হচ্ছে সেখানে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।’

তিনি জোর দেন, এক-দুই মাস নিয়ম মেনে চললে বছরের বাকি সময়গুলো ভালো থাকা যাবে। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া জানান, দু-এক দিনের মধ্যে স্বাস্থ্যবিধির নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

তিনি জানান, স্থানীয় নির্বাচনে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে ইসিকে বলা হবে।

এ বিভাগের আরো খবর