বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেন্দ্র বাতিল, নৌকার এজেন্টের জেল

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ১৪:৩৪

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন জানান, বানেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ঢুকে কয়েকজন জোর করে নৌকায় ভোট দেয়। খবর পেয়ে পুলিশ কেন্দ্রে গেলেও তার আগেই পালিয়ে যায় তারা। পরে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একইসঙ্গে নির্বাচন অফিস ওই কেন্দ্র বাতিল করে।

জোরপূর্বক কেন্দ্রে ঢুকে নৌকায় ভোট দেয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত ও কেন্দ্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করার দায়ে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতিলাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এক এজেন্টকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত এজেন্টের নাম শিমুল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন নিউজবাংলাকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিলাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিমুল নামের নৌকার এক এজেন্ট ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছিল। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

ওসি সোহরাওয়াদী আরও জানান, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ঢুকে কয়েকজন জোর করে নৌকায় ভোট দেয়। খবর পেয়ে পুলিশ কেন্দ্রে গেলেও তার আগেই পালিয়ে যায় তারা। পরে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একইসঙ্গে নির্বাচন অফিস ওই কেন্দ্র বাতিল করে।

রাজশাহী সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ভোট স্থগিত ও কেন্দ্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো খবর