জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম রব্বানী নাদিম ভোট বর্জন করেছেন।
প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল ও কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে তিনি ভোট থেকে সরে দাঁড়ান।
বুধবার ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যেই তিনি সরে যাওয়ার ঘোষণা দেন।
নিউজবাংলাকে গোলাম রব্বানী বলেন, ‘ভোটারদের নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে সিল মারছেন।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘সব কেন্দ্র থেকে তার নির্বাচনি এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’
তিনি জানান, নিলক্ষিয়া ইউনিয়নের ১ নম্বর কেন্দ্র কুশলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জোর করে সিল মারার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পরে সকাল সাড়ে ১০টা থেকে নেতা-কর্মীরা চেয়ারম্যানের ব্যালট নিজেদের কাছে রেখে বাকি দুটি ব্যালট বাক্স ভোটারদের হাতে তুলে দেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা মুঠোফোনে বলেন, ‘কেন্দ্রে কোনো সমস্যা দেখা দিলে তা রিটার্নিং ও প্রিসাইডিং অফিসার দেখবেন। তারা আমাকে এ বিষয়ে কিছু জানাননি।
তবে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী আমাকে জানানোর পর কুশলনগর সরকারি প্রাথমিক কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।’