নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে অন্তত আটজন নিখোঁজ হয়েছেন।
ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নদীর ওপারে কেরাণীগঞ্জ যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়।
যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে পারে উঠলেও অন্তত ৮ থেকে ১০ জন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
ডুবে যাওয়া ওই ট্রলারে ছিলেন ফল বিক্রেতা রতন মিয়া। তিনি বলেন, ‘আমি ভালোমতো সাঁতার জানি। আমার সঙ্গের দুই যাত্রীকে নিয়ে সাঁতরে পারে উঠেছি। তবে বেশ কয়েকজনকে দেখেছি তারা সাঁতরে আসতে পারেননি।’
ট্রলারডুবির সংবাদে কলেজছাত্র সাব্বিরের খোঁজে পারে ভীড় করেছেন তার স্বজনরা।
সাব্বিরের চাচি শান্তা বেগম বলেন, ‘সকালে কলেজ যাওয়ার জন্য সাব্বির ওই ট্রলারে ওঠে। ট্রলারডুবির পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। মোবাইল ফোনও বন্ধ।’