বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন সুস্থ রাজনীতি: রাষ্ট্রপতি

  •    
  • ৪ জানুয়ারি, ২০২২ ২০:৩৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সুচিন্তিত মতামত ও পরামর্শ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক শিষ্টাচার ও রাজনীতিতে সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর কাঁধেই দিয়েছেন তিনি।

নির্বাচন কমিশন গঠনে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের সাম্যবাদী দলের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আসেন।

দরবার হলে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সুচিন্তিত মতামত ও পরামর্শ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সম্পর্কে রাষ্ট্রপ্রধান বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক শিষ্টাচার ও রাজনীতিতে সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি, আর এ কাজটি রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।’

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ায় রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় সাম্যবাদী দল। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন তারা।

আইনের অনুপস্থিতিতে সার্চ কমিটি গঠন করতে হলে সাংবিধানিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব রেখেছে দলটি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শাসনতন্ত্র মোতাবেক একটি নির্বাচনকালীন সরকার গঠনেরও প্রস্তাব দিয়েছে সাম্যবাদী দলের নেতারা।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর