বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পূর্ব লাদাখে বিতর্কিত এলাকায় সেতু বানাচ্ছে চীন

  •    
  • ৪ জানুয়ারি, ২০২২ ১৯:৪৮

সীমান্তের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর অবকাঠামো নির্মাণের পাশাপাশি চীন পূর্ব লাদাখে প্যাংগং তসো হ্রদের ওপর নতুন একটি সেতু নির্মাণ করছে। এই সেতুর মাধ্যমে হ্রদের উত্তর ও দক্ষিণ তীরে দ্রুত সেনা মোতায়েনে অতিরিক্ত একটি রুট তৈরি হবে।

পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত দেড় বছর ধরে দুই দেশের মধ্যে সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার পরও বিবাদ মেটেনি। এর মাঝেই বিতর্কিত ওই এলাকায় একটি সেতু নির্মাণ করছে চীন।

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর অবকাঠামো নির্মাণের পাশাপাশি চীন পূর্ব লাদাখে প্যাংগং তসো হ্রদের ওপর সম্পূর্ণ নতুন একটি সেতু নির্মাণ করছে। এই সেতুর মাধ্যমে হ্রদের উত্তর ও দক্ষিণ তীরে দ্রুত সেনা মোতায়েনে অতিরিক্ত একটি রুট তৈরি হবে।

ভারতের সেনা সূত্র জানায়, লেকের উত্তর তীরে ফিঙ্গার ৮ থেকে ২০ কিলোমিটার পূর্বে সেতুটি নির্মাণ করা হচ্ছে। ভারতের বক্তব্য, ফিঙ্গার ৮ নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করে। আর নির্মিতব্য সেতুটির অবস্থান রুটোগ কাউন্টির খুরনাক ফোর্টের ঠিক পূর্বে, যেখানে চীনের সীমান্ত সেনা ঘাঁটি রয়েছে। খুরনাক ফোর্টে একটি ফ্রন্টিয়ার ডিফেন্স কোম্পানি এবং আরও পূর্বে বনমোজাংয়ে একটি ওয়াটার স্কোয়াড্রন রয়েছে।

২০২০ সালের মে মাসে সামরিক অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে ভারত ও চীন বিদ্যমান অবকাঠামো উন্নত করতে কাজ করে চলেছে। একইসঙ্গে সীমান্তের ওপারে বেশ কয়েকটি নতুন রাস্তা, সেতু, ল্যান্ডিং স্ট্রিপও তৈরি করেছে তারা। প্যাংগং তসো হ্রদটি ১৩৫ কিলোমিটার দীর্ঘ। এটির দুই-তৃতীয়াংশেরও বেশি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। খুরনাক ফোর্টে যেখানে চীন সেতু নির্মাণ করছে, সেটির অবস্থান বুমেরাং আকৃতির হ্রদটির মাঝামাঝি পয়েন্টে।

সেনা সূত্র জানায়, নতুন সেতুটি এই অঞ্চলে চীনের সৈন্যদের দ্রুত সংগঠিত করতে সহায়তা করবে। দুই দেশের মধ্যে সীমান্তে অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে চীন এই অঞ্চল জুড়ে অবকাঠামোর উন্নয়ন ঘটাচ্ছে‌। এর মধ্যে রয়েছে-রাস্তা প্রশস্তকরণ, নতুন রাস্তা ও সেতু নির্মাণ, নতুন ঘাঁটি, এয়ার স্ট্রিপ, উন্নত অবতরণ ঘাঁটি ইত্যাদি।

এ বিভাগের আরো খবর