বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্বৃত্তের গুলিতে শ্বশুরবাড়িতে মারমা যুবক নিহত  

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জানুয়ারি, ২০২২ ১২:০০

লামা থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘কারা কী কারণে মংক্যচিংকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ থানায় আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

বান্দরবানের লামা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে এক মারমা যুবক নিহত হয়েছেন।

উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মংক্যচিং মারমা। ৩৫ বছরের মংক্যচিং রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে জানা গেছে।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

নিহতের আত্মীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘মংক্যচিং মারমা রাঙ্গামাটি থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের অংহ্লাপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

‘সেখানে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে ১টার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মংক্যচিং।’

ওসি বলেন, ‘কারা, কী কারণে মংক্যচিংকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ থানায় আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানে দীর্ঘদিন ধরে মগ লিবারেশন পার্টি আর জনসংহতি সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সংঘাতে গত পাঁচ বছরে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

এ বিভাগের আরো খবর