বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০০ কেজির শাপলা পাতা মাছ ৪২ হাজারে

  •    
  • ৩ জানুয়ারি, ২০২২ ২০:৪৯

উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, এই মাছগুলো নদী ও সাগরের সঙ্গমস্থলে থাকে। তবে দেশের বড় নদীগুলোতেও এদের ১২ থেকে ১৩টি প্রজাতি পাওয়া যায়।

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি শাপলা পাতা মাছ।

সোমবার সকালে উপজেলার মগধরা ইউনিয়নের আমতলী এলাকার জেলেদের জালে ওই মাছটি ধরা পড়ে।

তীরে এনে মেপে দেখার পর সাত ফুট ব্যাসের ওই মাছটির ওজন দাঁড়ায় প্রায় ২০০ কেজি।

পরে আমতলীর জেলেদের কাছ থেকে সন্দ্বীপের বাউরিয়ার শিমু জলদাস ৪২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

শিমু জলদাস বলেন, ‘এত বড় মাছ আমরা এর আগে দেখিনি। এটাকে কেটে কেজিতে বিক্রি করব।’

উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘মাছটির ইংরেজি নাম স্টিং রে এবং বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা।’

তিনি জানান, এই মাছগুলো নদী ও সাগরের সঙ্গমস্থলে থাকে। তবে দেশের বড় নদীগুলোতেও এদের ১২-১৩টি প্রজাতি রয়েছে। স্থানীয়ভাবে একে শাপলা পাতা, শাকুশ, হাউস পাতা মাছ বলেও ডাকা হয়ে থাকে।

এ বিভাগের আরো খবর