বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ১১:৩৬

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজার মোড়ে শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২৮ বছর বয়সী জুয়েল মিয়ার বাড়ি হালুয়াঘাট উপজেলার মনিপুড়া এলাকায়। কৃষি কাজ করতেন জুয়েল।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শ্যালকের মোটরসাইকেলের পেছনে বসে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিলেন জুয়েল। শম্ভুগঞ্জ বাজার মোড়ে এলে একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুজন ছিটকে রাস্তায় পড়লে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হন জুয়েল। এ সময় আহতকে উদ্ধার করে স্থানীয় লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিহতের পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর