বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকা বিরোধীদের তালিকার নির্দেশ

  •    
  • ২ জানুয়ারি, ২০২২ ০২:৩০

ভিডিওতে আবুল কালামকে বলতে দেখা গেছে, ‘নৌকা ছাড়া যদি কেউ প্রচার চালায় কিংবা ভোট চান, তবে তাদের তালিকা তৈরি করবেন। ভোটের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন যেন প্রচার চালাতে না পারে, তা নিশ্চিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বানেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনি প্রচারে শুক্রবার রাত ৮টার দিকে এই নির্দেশনা দেন আবুল কালাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে।

এতে আবুল কালামকে বলতে দেখা গেছে, ‘নৌকা ছাড়া যদি কেউ প্রচার চালান কিংবা ভোট চান, তবে তাদের তালিকা তৈরি করবেন। ভোটের পর তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যাদের যোগাযোগ আছে, তারা কেন্দ্রে গেলেও নৌকায় যেন ভোট দেয়, সেটাও নিশ্চিত করতে হবে।’

বিএনপি ভোট বর্জন করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা স্বতন্ত্র হয়ে লড়ছেন। আসলে এরা বিএনপির ঢাল। আপনারা খোঁজ রাখবেন, কার বাড়িতে এই স্বতন্ত্র প্রার্থী ঢুকছে। তাদের তালিকা করবেন। আমি নির্বাচনের পর ব্যবস্থা নেব।

‘আর যদি ওরা ভোটকেন্দ্রে যায় তবে ভোট নৌকায় দিতে দিবে। না হলে ভোটের মাঠেও ঢুকতে দেবেন না। যদি তাও না পারেন ঐ ব্যক্তির তালিকা করবেন, আমি তার বাড়িতে গিয়ে ব্যবস্থা নেব।'

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমার এখানে অন্য যারা প্রার্থী আছেন, তারা অনেক কথাই বলে। আসলে যিনি যোগ্য জয় তারই হবে।’

ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা জানি না। ওটা এডিট করা হতে পারে।’

আগামী ৫ জানুয়ারি বানেশ্বর ইউনিয়নে ভোট। এতে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ ছাড়াও ওয়ার্কার্স পার্টির মামুনুর রশিদ এবং স্বতন্ত্র হিসেবে আছেন বিএনপির স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক দুলাল।

এ বিভাগের আরো খবর