বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহে মার্কেটে আগুন, পুড়ল ৭ দোকান

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ১২:১৭

ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘মার্কেটের দোকানগুলো বন্ধ ছিল। ওই সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে একটি দোকানে আগুন লাগে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মার্কেটে লাগা আগুনে পুড়ে গেছে সাতটি দোকান।

উপজেলা সদরের নতুন বাজার মহিলা পৌর মার্কেটে শুক্রবার রাত ১০টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে, যাতে পুড়ে গেছে কাপড়ের গুদাম, জুতা, কসমেটিকসের দোকানসহ সাত ব্যবসা প্রতিষ্ঠান।

বাহিনীটি জানিয়েছে, দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি।

ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘মার্কেটের দোকানগুলো বন্ধ ছিল। ওই সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে একটি দোকানে আগুন লাগে।

‘মার্কেটের আশপাশে পানি না থাকায় দূরের পাটবাজার এলাকার একটি পুকুর থেকে পানি আনতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।’

ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘আমি ও আমির হোসেন নামে একজন শেয়ারে এ দোকানটি করেছি। আমার দোকানসহ পেছনে থাকা গোডাউন পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‘এই দোকানটি আমার বেঁচে থাকার সম্বল ছিল। নতুন করে দোকানে মালামাল কেনার মতো টাকা আমার কাছে নেই। আমি এখন নিঃস্ব।’

এ বিভাগের আরো খবর