বগুড়ার কাহালুতে বিআরটিসি বাসচাপায় আজমল ও শাহিন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আজমল কাহালু উপজেলার পিলকুঞ্জ ঝাঝহার এলাকার এবং শাহিন বাগইল গ্রামের বাসিন্দা। ২৬ বছর বয়সী আজমল পেশায় মোটরসাইকেল মেকানিক এবং ৩২ বছর বয়সী শাহিন ব্যবসায়ী।স্থানীয়রা জানান, বিকেলে শাহিনকে মোটরসাইকেলে নিয়ে আজমল দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। কাহালু উপজেলার শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে একটি বিআরটিসি বাস তাদের চাপা দেয়। আজমল ঘটনাস্থলে এবং বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার সময় শাহিন মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, দুজনের মরদেহ শজিমেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।