বাগেরহাটের মোংলা পৌর এলাকায় ইজিবাইকের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে আট বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে।
পৌর এলাকার হাজীপাড়া সড়কে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা হয়।
মৃত আলপনা গোলদার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা এলাকার আসিফ গোলদারের মেয়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে তিনি জানান, শুক্রবার বিকেলে ইজিবাইকে করে দাদির সঙ্গে ফুপুর বাড়ি হলদিবুনিয়া গ্রামে যাচ্ছিল আলপনা। ইজিবাইকটি হাজীপাড়া সড়কে পৌঁছালে এর ইঞ্জিনের মোটরের সঙ্গে অসাবধানতায় আলপনার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। তার গলায় ফাঁস লেগে যায়।
ইজিবাইক থামিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।