বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামার ঘরে শিশুর মরদেহ

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২১ ১৮:৩২

শাহপরানের মা বলেন, ‘আমার ছেলে এবার আর আসতে চাইছিল না। বারবার আমাকে বলছিল, তার এখানে ভালো লাগে না, কিন্তু মাসুদ আর তার বউ গিয়ে আমার ছেলেকে জোর করে নিয়ে এসেছে।’

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় এক চা দোকানির ঘর থেকে উদ্ধার করা হয়েছে তার ১২ বছরের ভাগনের মরদেহ। শিশুর মায়ের অভিযোগ, হত্যা করা হয়েছে তাকে।

মৃত শিশুর নাম মোহাম্মদ শাহপরান। তার বাড়ি চান্দিনা উপজেলার বসন্তপুর গ্রামে। সে কাজ করত মামা মোহাম্মদ মাসুমের চায়ের দোকানের সহযোগী হিসেবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

মাসুদ বলেন, ‘শুক্রবার সকাল ১০টায় আমি ঘুম থেকে উঠলেও শাহপরান ঘুমাচ্ছিল। পরে আমি তাকে ডাকতে গেলে দেখি সে নড়াচড়া করছে না। তখন আশপাশের কয়েকজনকে ডেকে তাকে কাছেই কুমিল্লা ডায়বেটিস হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার জানায় যে সে মারা গেছে।’

শাহপরানের মা বলেন, ‘আমার ছেলে এবার আর আসতে চাইছিল না। বারবার আমাকে বলছিল, তার এখানে ভালো লাগে না, কিন্তু মাসুদ আর তার বউ গিয়ে আমার ছেলেকে জোর করে নিয়ে এসেছে।

‘আমার ছেলে কীভাবে মারা গেল? তার মুখ কালো কেন? তার মুখে রক্ত কেন? আমারে ছেলেরে তারা মাইরা ফেলছে।’

থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ জানান, প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে ফেনা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখবে।

এ বিভাগের আরো খবর