বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে আরও ৩ জনের দেহে ওমিক্রন

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২১ ১৭:৫৩

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার ওয়েবসাইটে জানানো হয়, নতুন করে ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছে।

দেশে আরও তিনজনের দেহে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

এ নিয়ে ওমিক্রন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

ভাইরাসের জিনোম সিকোয়েন্সের ডেটা সংরক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে শুক্রবার বিকেলে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়, নতুন শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছে। দুই নারীর মধ্যে একজনের বয়স ৪৯ আর অন্যজনের বয়স ৬৫ বছর। ওমিক্রন শনাক্ত হওয়া পুরুষের বয়সও ৬৫ বছর।

ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিএসএইচআই) তথ্য অনুযায়ী, তিনজনই ঢাকার বাসিন্দা।

এর আগে গত বুধবার গভীর রাতে বাংলাদেশের আরও তিনজনের শরী‌রে ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জমা পড়ে। সেই নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।

জিআইএসএআইডির ওয়েবসাইটে গত মঙ্গলবার জানানো হয়েছিল, দেশে আরও একজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। একই ওয়েবসাইটে সোমবারও একজন শনাক্তের খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্তের তথ্য দেয়া হয় ১১ ডিসেম্বর। জিম্বাবুয়ে সফর করে আসা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে করোনার এ ধরন শনাক্ত হয়।

দুই ক্রিকেটারই ভাইরাসের সংক্রমণ মুক্ত হয়েছেন। তাদের নিয়ে দেশে ওমিক্রন শনাক্ত রোগীর সংখ্যা ১০ জন।

এ বিভাগের আরো খবর