করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি নতুন বছরে গতি পাচ্ছে। সে লক্ষ্যে শনিবার থেকে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন করতে যাচ্ছে সরকার। গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে এই ক্যাম্পেইন করা হবে।
ব্যাপক প্রচারের মাধ্যমে এক মাসে তিন কোটি ৩২ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনতে চায় সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান সম্প্রসারণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক নিউজবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নতুন বছরে টিকাদান কর্মসূচির গতি বাড়াতে ১ জানুয়ারি দেশজুড়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। তা চলবে টানা এক মাস। দীর্ঘ এই ক্যাম্পেইনে তিন কোটি ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
‘এই টিকা কার্যক্রম পরিচালনা করা হবে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে। পাশাপাশি স্বাভাবিক টিকাদান কর্মসূচি ও বুস্টার ডোজ দেয়া চলমান থাকবে।
ডা. শামসুল হক বলেন, ‘দেশের চার হাজার ৬১১টি ইউনিয়নে মোট এক লাখ ১০ হাজার কেন্দ্রে এই টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনশ’ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ দেয়া হবে। পরবর্তীতে তাদেরকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেয়া হবে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে টিকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই পদক্ষেপকে নতুন বছরের চমক হিসেবে দেখা হচ্ছে।