বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্থানের বছরে পুঁজিবাজারে শেষ সময়ে হতাশা

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৯

অর্থবছরের প্রথমে তিন মাস আর শেষ আড়াই মাস বাদ দিলে বাকি সময় স্বপ্নের মতো দিন গেছে বিনিয়োগকারীদের। ২০১০ সালের মহাধসের পর এই প্রথম বাজারে দেখা দেয় আলোড়ন। হাজার হাজার বিনিয়োগকারীর বছরের পর বছরের লোকসানি বিও হিসাবগুলো মুনাফার মুখ দেখে। এক দশকের সবচেয়ে বেশি লেনদেন, ১১ বছরের সর্বোচ্চ সূচকও দেখেছেন বিনিয়োগকারীরা।

২০২০ সালের শেষ কর্মদিবসের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ৪০২ পয়েন্ট। ঠিক এক বছর পর ২০২১ সালের শেষ কর্মদিবসে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৬ পয়েন্ট। পার্থক্য এক হাজার ৩৫৪ পয়েন্ট। উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল বিনিয়োগকারীদের, কিন্তু আসলে হয়েছে উল্টো।

অর্থবছরের শেষ তিন মাসে, সুনির্দিষ্টভাবে বললে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দর সংশোধনের এক মাস পর পতনে শেয়ারদর, সূচক, লেনদেনে ক্রমাগত অধোগতিতে হতাশা ছড়িয়ে পড়েছে।

এই সময়ে আর্থিক ও পুঁজিবাজারে দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সামনে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা, আস্থায় ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে একটি বড় অংশই নিষ্ক্রিয় হয়ে লেনদেন থেকে দূরে থাকছেন।

অর্থবছরের প্রথমে তিন মাস আর শেষ আড়াই মাস বাদ দিলে বাকি সময় স্বপ্নের মতো দিন গেছে বিনিয়োগকারীদের। ২০১০ সালের মহাধসের পর এই প্রথম বাজারে দেখা দেয় আলোড়ন। হাজার হাজার বিনিয়োগকারীর বছরের পর বছরের লোকসানি বিও হিসাবগুলো মুনাফার মুখ দেখে। এক দশকের সবচেয়ে বেশি লেনদেন, ১১ বছরের সর্বোচ্চ সূচকও দেখেছেন বিনিয়োগকারীরা।

লেনদেন পৌনে ৩ হাজার কোটি টাকা ছুঁয়ে ফেলার পর তা ৫ হাজার কোটি টাকা ছাড়াবে, এমন আশাবাদ করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে। বলাবলি হচ্ছিল, সূচক ছাড়াবে ১০ হাজার পয়েন্ট।

২০২০ সালের মাঝামাঝিতে শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে বিএসইসির নতুন কমিশন গঠনের পর থেকে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত এক দফা এবং ওই বছরের ৪ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত দ্বিতীয় দফা, এরপর ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় দফা উত্থানে সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।

কিন্তু এর পরের দিন থেকেই দেখা দেয় উল্টোচিত্র। সামনে আসে নানা বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির দ্বন্দ্বের বিষয়টি।

গত ৩০ নভেম্বর ও পরে ৭ ডিসেম্বর দুই পক্ষে দুইবার বৈঠকেও ব্যাংকের বিনিয়োগসীমা গণনা বা এক্সপোজার লিমিটের গণনা বাজারমূল্যের বদলে ক্রয়মূল্যে হবে কি না, তা নিয়ে সিদ্ধান্তে আসা যায়নি। বন্ডে বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগসীমার বাইরে রাখতে বিএসইসির অনুরোধ রাখেনি কেন্দ্রীয় ব্যাংক।

বছরের শেষ কর্মদিবসে পুঁজিবাজারে লেনদেনের চিত্র

৭ ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে জানানো হয়েছিল, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আবার বৈঠক শেষে সুনির্দিষ্ট ঘোষণা আসবে। কিন্তু ডিসেম্বরে বৈঠক হয়নি। আর আগামী সপ্তাহে হবে কি না, সেই নিশ্চয়তাও পাওয়া যায়নি।

অর্থবছরের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। এর মধ্যে ২০ পয়েন্টই বেড়েছে শেষ ৩৩ মিনিটে।

আগের দিন দিনের ধারাবাহিকতায় সকাল ১০টায় লেনদেন শুরু হয় সূচক বাড়ার মধ্য দিয়ে। সকাল ১০টা ৪০ মিনিটে আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট সূচক বেড়ে বছরের শেষ দিনটা ভালো যাওয়ার ইঙ্গিতই দেয় পুঁজিবাজার।

তবে গত প্রায় তিন মাস ধরে যে চিত্র, সেটি আবার দেখা দেয়, শুরুতে সূচক বাড়লেও পরে কমে যায়। বেলা ১টা ৫৭ মিনিটে সূচকের অবস্থান আগের দিনের চেয়ে বেশি ছিল ৫ পয়েন্ট। এর আগের ২০ মিনিটে সূচক আর এর আগের ২০ মিনিটে সূচক কমে ১৯ পয়েন্ট।

তবে শেষ দিনের শেষ আধা ঘণ্টায় এরপর থেকে শেয়ারদর বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে সূচক। লেনদেনও গতি পায় এই সময়টায়।

লেনদেনও হয়েছে ১১ কর্মদিবসের সর্বোচ্চ। গত ১৪ ডিসেম্বর লেনদেন ছিল এক হাজার ৮০ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা। বছরের শেষ কর্মদিবসে তা হলো ৯২১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকা।

দিন শেষে বেড়েছে ১৭৮টি কোম্পানির দর, কমেছে ১৪৯টির। অপরিবর্তিত ছিল ৫০টি কোম্পানির দর।

চলতি বছরের প্রথম দিনের মতো শেষ দিনেও সবচেয়ে বেশি ভালো করেছে বিমা খাত। প্রায় ছয় মাস ধরে মন্দাভাব কাটিয়ে সম্প্রতি এই খাতটি আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

হঠাৎ করেই চাঙা হয়ে ওঠা কাগজ ও প্রকাশনা খাতেও গেছে ভালো দিন। টেলিকমিউনিকেশন ও ভ্রমণ খাতেও সব কোম্পানির দর বেড়েছে।

অন্য প্রধান খাতগুলোর মধ্যে ব্যাংক, ওষুধ ও রসায়ন, প্রকৌশল, আর্থিক, খাদ্য খাতে দেখা গেছে মিশ্র প্রবণতা।

অন্যদিকে বস্ত্র ও বিদ্যুৎ জ্বালানি খাতে কমেছে বেশির ভাগ শেয়ার।

শেয়ারদরে চাঙাভাবের মতো লেনদেনেও সেরা ছিল বিমা। এরপর ৬ কোম্পানি নিয়ে কাগজ খাত। তৃতীয় অবস্থানে আলোচিত কোম্পানি বেক্সিমকো লিমিটেডকে নিয়ে গঠিত বিবিধ, এরপর ব্যাংক ও পঞ্চম স্থানে ওষুধ ও রসায়ন খাত।

সূচক বাড়িয়েছে যেসব কোম্পানি

এই তালিকার শুরুতেই ছিল রাষ্ট্রায়াত্ত কোম্পানি আইসিবি। কোম্পানিটির দর ৫.৬৩ শতাংশ বাড়ায় সূচকে যোগ হয়েছে ৬.২৪ পয়েন্ট।

দ্বিতীয় অবস্থানে ছিল গ্রামীণ ফোন, যার দর ০.৩২ শতাংশ বাড়ায় সূচকে যোগ হয়েছে ১.৭৪ পয়েন্ট।

তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক, যার দর ১.৮৪ পয়েন্ট বাড়ায় সূচকে যোগ হয়েছে ১.৬৩ পয়েন্ট।

সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে এসব কোম্পানি

ইউনিলিভার, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাটা শু, ওয়ালটন ও একমি ল্যাবরেটরিজ সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করা ১০ কোম্পানির তালিকায়।

এই ১০ কোম্পানি সূচকে যোগ করেছে মোট ১৬.৫২ পয়েন্ট।

বিপরীতে ৫ শতাংশ দর হারানো সাউথবাংলা ব্যাংকের কারণে সূচক থেকে কমেছে ০.৭৪ পয়েন্ট। ০.৪২ শতাংশ দর হারানো লাফার্জ হোলসিম সিমেন্টের কারণে সূচক কমেছে ০.৪১ পয়েন্ট।

আইএফআইসি ব্যাংক, মেরিকো, বিএনআইসিএল, এনআরবিসি, ট্রাস্ট ব্যাংক, এশিয়ার ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ওরিয়ন ফার্মার কারণেও সূচক কমেছে।

তবে এই ১০টি কোম্পানি মিলিয়েও সূচক খুব বেশি টেনে ধরতে পারেনি।

এই ১০টি কোম্পানি সূচক সবচেয়ে বেশি নিচের দিকে টেনে ধরার চেষ্টা করেছে

দর বৃদ্ধির শীর্ষ তালিকা

বছরের শেষ কর্মদিবসে সবচেয়ে বেশি ১০ শতাংশ দর বেড়েছে আরএমআরএম স্টিলের। কোম্পানির শেয়ার দর ২১ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ টাকা ১০ পয়সা।

দ্বিতীয় অবস্থানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯.৯৯ শতাংশ। ১ কোটি ৮৪ লাখ টাকায় হাতবদল হয়েছে ৮৭ হাজার ৭৬৭টি শেয়ার।

তৃতীয় অবস্থানে থাকা মনোস্পুল পেপারের দর বেড়েছে ৯.৯০ শতাংশ। ১ কোটি ৫ লাখ টাকায় ৫৬ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে।

বেশ কিছুদিন পর এই তালিকায় একটি মিউচ্যুয়াল ফান্ড দেখা গেল। রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ন্ডের দর বেড়েছে ৭.৪০ শতাংশ। জীবন বিমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফের দর বেড়েছে ৭.১৮ শতাংশ।

এর পরের চারটি কোম্পানির দর বেড়েছে ছয় শতাংশের বেশি। এর মধ্যে বাটা সুর দর বেড়েছে ৬.২২ শতাংশ, ন্যাশনাল টিউবের ৬.১৭ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৬.১২ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.০৯ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দশম কোম্পানিটি হলো মাইডাস ফাইন্যান্স, যার দর বেড়েছে ৫.৯৫ শতাংশ।

আরও ৪টি কোম্পানির দর ৫ শতাংশের বেশি, ১১টি কোম্পানি দর ৪ শতাংশের বেশি, ১৪টির দর ৩ শতাংশের বেশি, ২১টির দর ২ শতাংশের বেশি, ৫৪টির দর বেড়েছে এক শতাংশের বেশি।

দরপতনের ১০ কোম্পানি

বছরের শেষ কর্মদিবসে সবচেয়ে বেশি দর হারিয়েছে সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক। ৫ শতাংশ দর হারিয়ে দাম ১৬ টাকা থেকে কমে হয়েছে ১৫ টাকা ২০ পয়সা। ২ কোটি টাকা লেনদেন হওয়া কোম্পানিটির হাতবদল হয়েছে মোট ১৩ লাখ ২৩ হাজার ৬৬৮টি শেয়ার।

চলতি বছর তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ ২৮ টাকা ১০ পয়সায় উঠেছিল। অর্থাৎ সর্বোচ্চ এই দর থেকে এখনকার দর প্রায় ৫০ শতাংশ কম।

বিমায় আগ্রহ বাড়ল বছরের শেষ দিনে

দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর কমেছে ৪.৮৯ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ফাইন ফুডস ৪.১৮ শতাংশ এবং চতুর্থ অবস্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের দর কমেছে ৪.১৬ শতাংশ।

তিন শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে তিনটি কোম্পানির। এর মধ্যে হামিদ ফেব্রিক্সের ৩.৭৫ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৩.৪৪ শতাংশ ও ফু ওয়াং ফুডের ৩.১৬ শতাংশ দর হারিয়েছে।

এ ছাড়া ফার্স্ট ফাইন্যান্সের দর ২.৮৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২.৩৩ শতাংশ ও কপারটেক ইন্ডাস্ট্রিজের দর ২.৩২ শতাংশ কমেছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ১০টি কোম্পানি ২ শতাংশের বেশি, ৫৬টি কোম্পানির দর এক শতাংশের বেশি কমেছে।

লেনদেনে শীর্ষ ১০

এদিক সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কাগজ ও প্রকাশনা খাতের সোনালী পেপারের শেয়ার। ১১১ কোটি ৯০ লাখ টাকার মোট ১১ লাখ ৭৬ হাজার ৭৮৫টি শেয়ার হাতবদল হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.২৭ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা বিমা খাতের এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭৮ লাখ টাকার। হাতবদল হয়েছে ৩৮ লাখ ৬৫ হাজার ৩৫৭টি শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ৪.১৭ শতাংশ বা ৫ টাকা কমেছে।

তৃতীয় অবস্থানে থাকা বিবিধ খাতের বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার দর বেড়েছে ১.১৩ শতাংশ। কোম্পানির শেয়ার দরে যোগ হয়েছে ৮০ পয়সা। ৩৯ কোটি ১৩ লাখ টাকায় ৫৪ লাখ ৫ হাজার ৭২১টি শেয়ার হাতবদল হয়েছে।

চতুর্থ অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিসে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৮ লাখ টাকা। শেয়ার হাতবদল হয়েছে ২০ লাখ ৮৮ হাজার ৪৭৭টি।

আলোচিত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। শেয়ার হাতবদল হয়েছে ২২ লাখ ৭১ হাজার ৪২৭টি।

এছাড়া ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে ১১টি কোম্পানির।

বেশিরভাগ খাতেই মিশ্র প্রবণতা দেখা গেছে বৃহস্পতিবার

এর মধ্যে ডেল্টা লাইফের ১৮ কোটি ৭৭ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানিতে ১৭ কোটি ৬২ লাখ টাকা, ফরচুন সুজে ১৭ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়েছে।

পিপলস ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, হোটেল পেনিনসুলা, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, পাওয়ারগ্রিডেও লেনদেন ১০ কোটি টাকার বেশি হয়েছে।

এ বিভাগের আরো খবর