নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার মঙ্গলবার দুপুরে তাদের শোকজ নোটিশ দেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তাদের (আইভী ও তৈমূরক) ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’
আইভীর শোকজ নোটিশে বলা হয়েছে, নির্বাচনি বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচার করতে পারবেন না। তিনি বিধি না মেনে বিজয় সমাবেশের নামে সরকারদলীয় কেন্দ্রীয় নেতাদের নিয়ে মেয়র পদে ভোট চেয়েছেন- এমন অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর।
এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে।
তৈমূরকে দেয়া নোটিশে বলা হয়েছে, তিনিও প্রতীক বরাদ্দের আগে মিছিল, সমাবেশ, পথসভায়, ধর্মীয় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভোট চাইছেন-এমন অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী আইভীর প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু।
তৈমূরকেও এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শোকজের বিষয়ে মন্তব্যের জন্য সদ্য সাবেক মেয়র আইভীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। আর তৈমূর বলেন, ‘আমি অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেব। আমি বিধি লঙ্ঘন করিনি।’
তফসিল অনুসারে ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ২৭টি ওয়ার্ডে ভোট হবে রাজধানীর পাশের এই সিটি করপোরেশনে। এখানে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ৫১৭ জন নারী। তা ছাড়া চারজন ট্রান্সজেন্ডার ভোটার আছেন এই সিটিতে।
তফসিল অনুসারে ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ২৭টি ওয়ার্ডে ভোট হবে রাজধানীর পাশের এই সিটি করপোরেশনে।