বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোবাসে মিললো ২৫ বস্তা ভারতীয় চকলেট

  • ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   
  • ২৫ আগস্ট, ২০২৫ ২২:৪৭

কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের অভিযানে মাইক্রোবাসে মিললো ২৫ বস্তা ভারতীয় চকলেট। এসময় ৩ জন চোরা কারবারিকে আটক করা হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় ভৈরব শহরের নাটাল বাংলো সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

আটকৃতরা হলেন, মাইক্রোবাস চালক সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আলমনগর এলাকার মনা মিয়ার ছেলে খলিল মিয়া (৩৯), একই এলাকার ইসলামপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আলী হোসেন জাকির (৪৬), ফজলুর রহমানের ছেলে দুলাল মিয়া (৩৫) ।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে শহরের নাটালের মোড় এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ বস্তা ভারতীয় কিটকিটা, ক্যাটভেরিসহ বিভিন্ন চকলেট জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক করেছে ভৈরব র‍্যাব ক্যাম্প সিপিসি -২, র‍্যাব-১৪।

এ বিষয়ে সিপিসি ২ র‍্যাব- ১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার

মোঃ মুহিত কবির সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই সিলেটের গোয়াইনঘাট থেকে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানী শহরে যাচ্ছে। পরে সেতুর ভৈরব প্রান্তে অভিযান চালিয়ে ২৫ বস্তা ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর