গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে জয়ী মেম্বার প্রাথীর বিজয় মিছিল থেকে তার উপর হামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহারুল ইসলাম। তিনি হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে রোববার ভোটে দাঁড়িয়েছিলেন। এই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববারের ভোটে শাহারুলকে হারিয়ে মেম্বার নির্বাচিত হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবীর। হরিরামপুর গ্রামে তার সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যায় বিজয় মিছিল করেন।
নিহতের ছেলে শিহাব মিয়া বলেন, ‘আমার বাবা দাওয়াত খেতে যাচ্ছিলেন। ফিরোজের মিছিল থেকে আমাদের একজনকে মারধর করে। এটা শুনে বাবা সেখানে যায়। পরে তাকে বাদ দিয়ে বাবার বুকে, পিঠে ও শরীরের মারধর করে। পরে আব্বার গোপনাঙ্গে লাথিও মারেন ফিরোজ।’
শিহাব জানান, ফিরোজ কবীর ও তার কর্মী রাজ্জাক, শফিকুল, মজিবুর ও হাতেম তাই তার বাবার ওপর হামলা চালায়। তিনি ও এলাকার লোকজন মিলে শাহারুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া বেগম বলেন, ‘হাসপাতালে আনার পর রোগীকে মৃত পাওয়া যায়। তার পুরুষাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড়ে ও পিঠেও লালচে চিহ্ন আছে।’
অভিযোগের বিষয়ে জানতে জয়ী মেম্বার ফিরোজ কবীরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর জানান, ঘটনার তদন্ত চলছে।