চুয়াডাঙ্গায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের রুবেল হোসেন ও একই গ্রামের নাজিম হোসেন। বিল্লাল হোসেন নামে একজন পলাতক।
তিনজনকে আসামি করে সোমবার রাতে মামলা করেন ওই গৃহবধূ। এর পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এজাহারে বলা হয়েছে, খেজুরের গুড় কিনতে ২৫ ডিসেম্বর স্থানীয় আব্দুল আলীমের বাড়ি যান ওই গৃহবধূ। রাতে ৯ টার দিকে পাখিভ্যান (স্থানীয় যান) চড়ে বাড়ি ফেরার সময় তিনজন মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে।
পরে ওই নারীকে তুলে নেয় তারা। এ সময় চালক বাধা দিলে তাকেও মারধর করে অভিযুক্তরা। পরে গৃহবধূকে বুজরুকগড়গড়ী এলাকার একটি আম বাগানে ধর্ষণ করে তারা। রাত ১২ টার দিকে তাকে বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা।
লোকলজ্জার ভয়ে দুদিন চুপ থাকলেও সোমবার রাতে মামলা করেন তিনি।
ওসি জানান, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।