ক্ষমতাসীন আওয়ামী লীগের বিকল্প এখন আওয়ামী লীগই বলে মনে করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল নিয়ে সচিবালয়ে সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে। আগে দলীয় প্রতীকে নির্বাচন হতো না। চতুর্থ ধাপে নির্বাচন হওয়ার পর দেখা যাচ্ছে বেশির ভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগই জয়লাভ করেছে।
‘এর পরের অবস্থান আওয়ামী লীগের বিদ্রোহীদের, যারা আওয়ামী লীগের মনোনয়ন পাননি কিন্তু এর পরও বিভিন্ন পদে আছেন এবং নির্বাচন করেছেন।’
তিনি বলেন, ‘তারাও (আওয়ামী লীগের বিদ্রোহী) ব্যাপকভাবে জয়লাভ করেছেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে। বিএনপি ঘরানার প্রার্থীদের জয়লাভের সংখ্যা হাতে গোনা কয়েকজন। জাতীয় পার্টির ক্ষেত্রে এটি আরও কম।
‘এতে এটিই প্রমাণিত হয় যে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, আর কেউ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্তত সেটিই উঠে এসেছে। এতে বোঝা যায়, আওয়ামী লীগের জনপ্রিয়তা কোনোভাবেই কমেনি বরং বেড়েছে।’
আগের তিন দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশির ভাগেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচনগুলোয় আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে লড়েছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা; যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। জয়ের দিক থেকে আওয়ামী লীগের পরের অবস্থানেই রয়েছেন আওয়ামী লীগের এসব বিদ্রোহী প্রার্থী।
এ ছাড়া ইউপিতে দলীয়ভাবে প্রার্থী না দিলেও বিরোধী দল বিএনপির বেশ কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় পেয়েছেন। কিছু আসনে জয় পেয়েছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা।