বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৌরীপুরে নৌকা ডোবাল বিদ্রোহীরা

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২১ ১৩:৩৬

ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান বলেন, ‘ইউপি নির্বাচনের আগের ধাপগুলোতে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের কঠোর নজরদারিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার নির্বাচন সম্পন্ন হয়েছে।’

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহীদের চাপে খুব একটা সুবিধা করতে পারেনি আওয়ামী লীগ।

তবে গৌরীপুরে নৌকার ভরাডুবি হয়েছে।

স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দুই উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগের ১০ জন ও দলের বিদ্রোহী ৮ জন এবং বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রোববার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

তারাকান্দা

তারাকান্দার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের ৭ জন ও বিদ্রোহী ৩ জন জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, তারাকান্দা ইউনিয়নের খাদেমুল আলম শিশির, বানিহালায় আলতাফ হোসেন খন্দকার, গালাগাঁওয়ে আব্দুর রহমান, বালিখাঁয় শামছুল আলম, ঢাকুয়ায় ইকরামুল হক তালুকদার, রামপুরে আজিজুর রহমান বুলে এবং কামারিয়ায় আজারুল ইসলাম সরকার।

এদিকে বিদ্রোহীদের মধ্যে ঘোড়া প্রতীকে বিজয়ী হন বিসকা ইউনিয়নে শাকের আহমেদ বাবুল ও কাকনীতে আব্দুল খালেক তালুকদার। চশমা প্রতীকে জয়ী হন কামারগাঁও ইউনিয়নের নাইমুর রহমান উজ্জল।

গৌরীপুর

গৌরীপুরের ১০ ইউনিয়নের মধ্যে মাত্র তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী জিতেছেন। আর পাঁচটিতে আ.লীগের বিদ্রোহী ও দুটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন ২ নম্বর ইউনিয়নে হযরত আলী, ৫ নম্বরে এস কে রুবেল এবং ১০ নম্বর ইউনিয়নে জয়নাল আবেদীন।

উপেজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ১ নম্বর ইউনিয়নে বিএনপির রিয়াদুজ্জামান রিয়াদ (আনারস) ও ৩ নম্বরে বিএনপির জায়দুল ইসলাম (মোটরসাইকেল)।

আর বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন ৪ নম্বর ইউনিয়নের আল ফারুক (ঘোড়া), ৬ নম্বরে আল মুক্তাদির শাহীন (ঘোড়া), ৭ নম্বরে আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস), ৮ নম্বরে এম এ কাইয়ূম (ঘোড়া) এবং ৯ নম্বর ইউনিয়নে নেজামুল হক (আনারস)।

ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান বলেন, ‘ইউপি নির্বাচনের আগের ধাপগুলোতে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ নির্বাচন শান্তিপূর্ণ করতে আগে থেকেই আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল। ফলে প্রশাসনের কঠোর নজরদারিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।’

ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে দুই উপজেলায় রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়। দুই উপজেলায় ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৩ জন, সাধারণ সদস্য পদে ৮২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ বিভাগের আরো খবর