চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৫১ বছর বয়সী সবে খাতুন উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের সাবেদ আলীর স্ত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার নিউজবাংলাকে জানান, সবে খাতুন কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি চিকিৎসার জন্য পাখি ভ্যানে করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাচ্ছিলেন।
ভ্যান থেকে নেমে কমপ্লেক্সে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা।
আশপাশের লোকজন মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক নিউজবাংলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।