কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টাধাওয়ায় একজন আহত হয়েছেন।
নিউজবাংলাকে প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, ‘সকাল সাড়ে ৯টায় হঠাৎ করে বহিরাগতরা প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে চাইলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। আধাঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু করেছি।’
স্থানীয় ভোটার সাইফুল ইসলাম জানান, তিনি ভোট দিতে এসেছেন। কেন্দ্রে তার কাছেই ককটেল বিস্ফোরণ হওয়ায় তার হাত ও পায়ে কিছু অংশ পুড়ে যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৮৩৬টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নিউজবাংলার প্রতিনিধিরা জানিয়েছেন, ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।
২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা তিন দিন পেছানো হয়। গত ১০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৮৪০টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও চারটিতে স্থগিত রয়েছে। এ ধাপের নির্বাচনে ৩৮টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকিগুলোয় ভোট নেয়া হবে ব্যালটের মাধ্যমে।