টানা ১২দিন চিকিৎসা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দৈনন্দিন কাজে যোগ দিতে হাসপাতাল থেকে সরাসরি উঠেছেন সচিবালয়ে।
রোববার সকাল পৌনে ১০টায় ক্ষমতাসীন দলের এই নেতাকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা আজকে একটা মেডিক্যাল বৈঠক করি। বৈঠকে তার স্বাস্থ্যের যত রিপোর্ট ছিল সেগুলো দেখে সবকিছু ভালো হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।’
ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ১৪ ডিসেম্বর সকালে বিএসএমএমইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে। হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি ক্যাবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
হাসপাতালে সচিবালয়ে পৌঁছেই ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে বহুল প্রতীক্ষিত ‘ঢাকা নগর পরিবহন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কাদের।
মোহাম্মদপুরে মূল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ আরও অনেকে।