নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় এক পোলিং কর্মকর্তা নিহত হয়েছেন।
এ ঘটনায় আরেক পোলিং কর্মকর্তা আহত হয়েছেন।
সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পূর্ব খালিশা ঢুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
নিহত কর্মকর্তার নাম খাদেমুল ইসলাম। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী গ্রামের কুঠিপাড়ায়।
আহত আব্দুল গনি বাদশার বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের বালাপাড়ায়। তারা দুজনই লক্ষণপুর বালাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
সৈয়দপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, তারা দুজন রাতের খাবারের জন্য মোটরসাইকেলে করে সৈয়দপুর শহরে যাচ্ছিলেন। পথে কলাবাগান এলাকায় রংপুরগামী একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক খাদেমুল ইসলাম।
আহতকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসনাত খান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’