বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাঙ্গু নদীতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও দুইজন।
তারাছা ইউনিয়নের বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটে।
মৃতের নাম মারিয়া ইসলাম। তার বয়স ১৯ বছর। নিখোঁজ আছেন ২২ বছরের আহনাফ আকিব ও তার ১৬ বছরের আদনিন। সম্পর্কে তারা ভাইবোন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।
নিউজবাংলাকে এসব নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান।
তিনি জানান, বান্দরবান ভ্রমণে এসে ১০ জন পর্যটক রোয়াংছড়ির বাধরা ঝর্ণায় বেড়াতে যান। তারা নৌকাতে করে বেতছড়ায় পৌঁছান। এক পর্যায়ে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন তারা।
তীব্র স্রোতে তাদের আটজন ভেসে যায়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জন তীরে উঠতে পারেন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মারিয়ার।
পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন ওসি মান্নান।