সুগন্ধা নদীতে লঞ্চে আগুন ধরার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে ঝালকাঠির উদ্দেশে রওনা হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘লঞ্চে আগুন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার সকালে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। উনি দুপুরের মধ্যে সেখানে পৌঁছাবেন।’
লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী প্রাণ হারানো যাত্রীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে।