কুমিল্লায় কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চন্দনা বাজারের পশ্চিম পাশে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হাসান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেস বাসের সঙ্গে নোয়াখালীর দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। সাতজন আহত হন। দুর্ঘটনায় বাসটি খালে পড়ে যায়। কাভার্ড ভ্যান সড়ক বিভাজকের ওপর উঠে যায়।
ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলেই অবস্থান করছি। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।’