চট্টগ্রামের সাতকানিয়ায় অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার তোফায়েল আহমেদের ছেলে তৌওহিদ উদ্দিন এবং একই এলাকার নূর হোসেনের ছেলে সালাহ উদ্দিন।
ওসি আব্দুর রব বলেন, ‘কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ফেরার সময় সাতকানিয়ার টাইম ক্যাফে রেস্তোরাঁর সামনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।