চট্টগ্রামের আদালত পাড়ার পরীর পাহাড়ে নতুন করে আর কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী সই করা বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।এতে বলা হয়, চট্টগ্রামের আন্দরকিল্লা মৌজার ১.৮০৮৪ একর টিলা শ্রেণির ভূমিতে নতুন করে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না।২৮ নভেম্বর আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় অপরিকল্পিত ও অনুমোদনহীন স্থাপনা অপসারণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়। চিঠিতে তালিকা অনুযায়ী এসব অননুমোদিত স্থাপনা পাহাড় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে উচ্ছেদ করতে বলা হয়।এ ছাড়া ইতোমধ্যে নির্মিত ভবনগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে কি না তা যাচাই করতে বলা হয়।
একই সঙ্গে আদালত ভবনের সামনে একমাত্র ফাঁকা জায়গায় নতুন অবকাঠামো নির্মাণ না করতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে অবহিত করার জন্য নির্দেশনাও আসে।